শিলিগুড়ি বার্তা ওয়েব ডেস্ক ৬ই ফেব্রুয়ারি: জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে।তিনি হিন্দু মহাসভার সদস্য ছিলেন। সেই হিন্দু মহাসভায় গান্ধীজির ৭১ তম মৃত্যুদিন ‘পালন’ করল তাঁর কুশপুতুলে গুলি করে।
পাশাপাশি গডসের মূর্তিতে মালা দিয়ে মিষ্টিও বিতরণ করেন তাঁরা। ৩০ জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিবসে তাঁর হত্যাকারী নাথুরাম গডসের স্মরণে দিনটি তারা আনন্দ সহকারে পালন করেছিলেন, যার ভিডিও ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এর পর থেকেই হিন্দু মহাসভার সম্পাদক পূজা শকুন পাণ্ডে সহ ওই দলের কয়েক জনের বিরুদ্ধে গ্রেফতারের দাবি উঠে। নিখোঁজ ছিলেন পূজা শকুন পাণ্ডে, তার স্বামী অশোক পাণ্ডে-সহ ওই দলের ১২ জন সদস্য। তাঁদের খোঁজে চালাচ্ছিল পুলিশ। গত সপ্তাহে গ্রেফতার হয় তিন জন।
মঙ্গলবার পলাতক হিন্দু মহাসভার সম্পাদক পূজা শকুন পাণ্ডেকে আলিগড়ের তপ্পল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্বামী অশোক পাণ্ডেকেও পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। পূজা ও তাঁর স্বামী অশোক পাণ্ডে-সহ ১২ জনের নামে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ১৪৭ ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় দেখা যায়, গান্ধীজির কুশপুতুলের দিকে পিস্তল তাক করে প্রথমে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পূজা। স্লোগান ওঠে, মহাত্মা নাথুরাম গডসে অমর রহে। তার পরেই গান্ধীজির কুশপুতুলে পরপর গুলি চালান তিনি। এতেই শেষ নয়, কুশপুতুল থেকে ঝরে পড়ে নকল রক্ত। এ ভাবেই পালন করা হয় জাতীর জনকের মৃত্যু দিবস। গুলি চালানোর পরে সকলকে মিষ্টিমুখও করিয়েছেন পূজা।