Top Stories
  1. এক মহিলার মৃতদেহ উদ্ধার
  2. সি আই ডি'র হাতে মাধ্যমিকে প্রশ্ন হোয়াসঅ্যাপে পাচারের ঘটনায় ধরা পড়ল মালদার দুই মাধ্যমিক পরীক্ষার্থী
  3. গভীর রাতে নিজের ঘরের মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত এক বৃদ্ধা
  4. বাড়ি এলেও কথা বললেন না যোগীঃ মুখ্যমন্ত্রী এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ শহীদের স্ত্রী
  5. কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা 
  6. সাংসদ হিসাবে পাওয়া ৩ মাসের বেতন সেনা তহবিলে দান করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  7. চলে গেলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী
  8. বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের শিল্পপতিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।
  9. পথ দুর্ঘটনায় মৃত দুই
  10. যেকোনো মুহূর্তে ফের পুলওয়ামা হামলার মতো ঘটনা ঘটাতে পারে জইশ-ই-মহম্মদ
news-details
Story

আজ বাঙ্গালীর লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ১০৩ তম মৃত্যুদিবস

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ২০ ডিসেম্বর : আজ বাঙ্গালীর লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ১০৩ তম মৃত্যুদিবস। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে মাত্র বাহান্ন বছর বয়সে উপেন্দ্রকিশোর পরলোক গমন করেন।

তিনি ১২৭০ বঙ্গাব্দের ২৭শে বৈশাখ অর্থাৎ ১৮৬৩ সালের ১০ই মে মাসে ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা কালিনাথ রায় ছিলেন সুদর্শন ও আরবি, ফার্সি ও সংস্কৃতে সুপণ্ডিত। লেখকের ডাকনাম ছিল শ্যামসুন্দর মুন্সী। উপেন্দ্রকিশোর শ্যামসুন্দরের আটটি সন্তানের মধ্যে তৃতীয় পুত্রসন্তান। তাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। পাঁচ বছরেরও কম বয়সে তাঁর পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন ও নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ছোটো থেকেই মেধাবী ছাত্র বলে পড়াশোনায় ভাল ফল করলেও ছোটোবেলা থেকেই উপেন্দ্রকিশোরের পড়াশোনার থেকে বেশি অনুরাগ ছিল বাঁশী, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জিলা স্কুল থেকে উপেন্দ্রকিশোর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সী কলেজে। এই মহান প্রাণ মানবী খুব অল্প সময়ের মধ্যেই তার অমূল্য সব লেখা আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। আজ তার এই মৃত্যুদিবসে শিলিগুড়িবার্তার পক্ষ তাকে জানাই শতকোটি প্রণাম।

You can share this post!

Comments System WIDGET PACK

Download Our Android App from Play Store and Get Updated News Instantly.