বাবলু প্রামানিক,পাথর প্রতিমা:দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের বালির পাড় এলাকায়। সূত্রের খবর, বাড়ি থেকে ঢিল ছোড়া দুরত্বে বাজার করে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে মাঠের মাঝখানে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ।
এই নবম শ্রেণীর ছাত্রী মাত্র কয়েক বছর আগে মাকে হাড়িয়ে দাদু দিদিমার কাছে থাকেন। বালির পাড়ে দাদুর একটি দোকান রয়েছে। বাড়ির পাশে সরস্বতী পূজার অনুষ্ঠান চলছিল,
একটু পরে দাদু বাড়িতে ফোন করে কোন উত্তর না পেয়ে দোকান থেকে নাতনিকে খোঁজার জন্য বাড়িতে আসে , দাদু বাড়িতে নাতনিকে দেখতে না পেয়ে সরস্বতী পুজোর ক্লাবে গিয়ে খোঁজ করেন, সেখানে গিয়ে না পেয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি আরম্ভ করে এই খবর রটে যায় চতুর্দিকে ঠিক সেই সময়ে ছেলে ধরা এসেছে বলে এলাকায় রটনা হতেই কয়েক হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করার সময় দেখা যায় রাস্তার ধারে মুখ হাত-পা বাঁধা অবস্থায় মেয়েটি পড়ে রয়েছে অচেতন অবস্থায়। সঙ্গে সঙ্গে তাকে তুলে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, যেখানে মেয়েটি পড়েছিল তার থেকে মাত্র 100 ফুট দূরে থাকা জেসিবি গাড়ির দুজন চালক ছিল। গ্রামবাসীদের প্রশ্ন জেসিবি ড্রাইভার জড়িত থাকতে পারে কারণ এত চিৎকার চেঁচামেচিতে ওরা গাড়ির কোন লাইট জ্বালাই নি এবং তাদের কোনো সহযোগিতা করেনি এবং তাদের থেকে মাত্র 100 ফুট দূরে এমন ঘটনা ঘটল ড্রাইভার জানতে পারলো না কেন? ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। মেয়েটা প্রকৃত ধর্ষণ হয়েছে কিনা মেডিক্যাল পরীক্ষার আগে কিছুই বলা যাবে না এমনটাই জানিয়েছে ঢোলাহাট থানার পুলিশ।
Comments System WIDGET PACK