বাংলা কি অস্ত্র কারখানার আতুর ঘর, উঠছে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা,০৯ ফেব্রুয়ারি : ফের আবারও অস্ত্র তৈরিকরনের কারখানার হদিস মিলল বাংলায়।।নারকেল ডাঙ্গা, হলদিয়ার পর এবার গড়বেতায়।এক মাসও অতিক্রান্ত হয়নি তার মধ্যেই আরেক অস্ত্র কারখানার হদিস মিলল পশ্চিমবাংলায় । শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকা থেকেই মিলল এই কারখানার হদিস । উদ্ধার হয়েছে অস্ত্র বানানোর সরঞ্জাম সহ অস্ত্রও । গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক নুর হাসানকে।
পুলিশ জানিয়েছে , গড়বেতার খড়কুসুমার ওই কারখানা থেকে সদ্য তৈরি হওয়া একটি বন্দুকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছেন তাঁরা ।
পুলিশ সুত্রে জানা গেছে বেশ কিছু দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করে এক ব্যক্তিকে । সেই অস্ত্র কোথা থেকে এল এরই উৎস সন্ধান করতে গিয়েই মেলে এই কারখানার হদিস ।
সূত্র হাতে আসার পরই শুক্রবার রাতে গড়বেতা থানার পুলিশকে নিয়ে খড়্কুশমা গ্রামে অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । খড়্কুশমা গ্রামের নূর হোসেন দালাল নামে এক ব্যক্তি কাঠের আসবাবপত্র তৈরির আড়ালেই এই ব্যবসা চালিয়ে আসছিল বলে খবর ছিল পুলিশের কাছে । আর সেই মতই তার বাড়িতে গিয়েই মেলে এই অস্ত্র কারখানার হদিশ।
পুলিশ অভিযুক্ত নূর হোসেন দালাল কে গ্রেপ্তার করেছে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত কিছুই । এর পিছনে অন্য কোন বড় চক্র আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য ১৯৯৮ সাল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই রক্তক্ষয়ী সংঘর্ষের কারনে সংবাদের শিরোনামে থেকেছে গড়বেতা । ছোট আঙারিয়া থেকে বেনাচাপড়া রক্ত এবং প্রানহানীর কলঙ্কিত অধ্যায় । কখনও লাশ পড়েছে সিপিএম তো কখনও তৃণমূলের ।
বাম শাসনের অবসানের পর গড়বেতা এখন তৃণমূল রাজের অধীন । অল্প স্বল্প হলেও মাথা তুলছে বিজেপি সহ বিরোধীরা । সামনেই লোকসভা নির্বাচন । এককালে রাজনৈতিক দুর্বিত্তদের হাতে অস্ত্র তুলে দেওয়া গড়বেতার সেই খড়কুসুমা আবার জেগে উঠছে কিনা সেটাই এখন দেখার ।