Top Stories
  1. তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অনুমতি ছাড়াই মালদা শহরে পদযাত্রা করতে দেওয়ার ফলেই   অর্ণব ঘোষেকে সরিয়ে দিল কমিশন 
  2. ধর্মনিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্যে ও তৃণমূল সুপ্রিমোর হাত শক্ত করতে অভিষেক ব্যানার্জির নির্বাচনী জনসভা নির্বাচনী জনসভা!
  3. 'বাবলুই সব থেকে বড় কয়লা মাফিয়া' বাবুল সুপ্রিয়কে তোপ দাগলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস!
  4. ভাটপাড়ার পর এবার হালিশহর পুরসভায় ফাটল ধরাল বিজেপি
  5. দামি বাইক যৌতুকে দেওয়ার কথা থাকলেও,সেই পনের দাবি মেটাতে না পারায় মেয়ের বাড়ির ওপর অত্যাচার!
  6. মেলাতে টয় ট্রেন ও নাগরদোলা ভেঙ্গে পড়ে গুরুতর আহত ১৪
  7. পিকনিকে এসে নদীর পারে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক কিশোর। 
  8. বুথে বিরোধী এজেন্ট বসতে  দেওয়া হবে না?   প্রকাশ্যে সভায় নিদান দিলেন ভাঙ্গড়ের অনুব্রত  মুদ্দাসির
  9. বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা, জনসমুদ্রে পরিনত হলো মাঠ!
  10. দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করল সৌদি আরব 
news-details
State

সাংসদ হিসাবে পাওয়া ৩ মাসের বেতন সেনা তহবিলে দান করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক,১৯শে ফেব্রুয়ারি:সাংসদ হিসাবে পাওয়া ৩ মাসের বেতন সেনা তহবিলে দান করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কালই জানিয়েছিলেন, পুত্রসন্তান জন্মালে তাঁকে সেনাবাহিনীতে পাঠাবেন। এবার সেনা তহবিলে বেতন দান করে অনন্য নজির গড়লেন অভিষেক। 

আজ মঙ্গলবার সকালে ফেসবুকে একটি বিবৃতি পোস্ট করেন অভিষেক। সেখানেই পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ওই বিবৃতিতে অভিষেক জানিয়েছেন, এই হামলা তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে। সেই কারণে কিছু ব্যক্তিগত সিদ্ধান্তও নিয়েছেন তিনি। 

প্রথমেই জানিয়েছেন, তাঁর সন্তানকে সেনাবাহিনীতে পাঠানোর জন্য সমস্তরকম উৎসাহ দেবেন তিনি। পাশাপাশি প্রত্যেক পরিবার থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। অভিষেকের মতে, সংসদে দ্রুত এই সংক্রান্ত একটি বিল আনা উচিৎ। যাতে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন সেনাবাহিনীতে যোগ দেয়। 

একইসঙ্গে অভিষেকের মতে, সব সাংসদ ও বিধায়কদের উচিৎ নিজের সন্তানদের সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহ দেওয়া। বিভিন্ন স্কুল-কলেজে সেমিনার করে এই ব্যাপারে উৎসাহ দেওয়ার কথাও জানিয়েছেন অভিষেক। 

এরপরেই সেনাবাহিনীর উন্নতির জন্য সেনা তহবিলে তাঁর ৩ মাসের বেতন দানের কথা ঘোষণা করেন অভিষেক। তাঁর কথায়, এই অবদান হয়ত খুবই সামান্য। তবে এই বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হবে বলে আশা প্রকাশ করেন অভিষেক।

You can share this post!

Comments System WIDGET PACK

Download Our Android App from Play Store and Get Updated News Instantly.