news-details
State

শ্রমিকদের মিছিল ও পথসভা


নিজস্ব সংবাদদাতা, কালনা : ২৫শে আগস্ট : রাজ্য  তথা দেশ জুড়ে  শ্রমিক  মারা নীতির বিরুদ্ধে আগামী ২৯শে আগস্ট কলকাতায় রাজ্য শ্রম দপ্তরের সামনে অবস্থান  বিক্ষোভ এবং ৫ই সেপ্টম্বর দিল্লী চলো অভিযান | শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই -এর  এই দুই কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার কালনায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় | মধুবনে শ্রমিকরা জমায়েত হয়ে মিছিল শুরু করেন | সারা শহর পরিক্রমার পর কালনা বাসস্ট্যান্ডে গিয়ে পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে |  সি আই টি ইউয়ের কালনা শহরের এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন--সঞ্জিত মুখার্জি, তাপস দাস প্রমুখ | 
ছবি ক্যাপশন-- কালনায় পথসভার ছবি
|| আলেক শেখ, কালনা ||

  • Tags

You can share this post!

Comments System WIDGET PACK

Download Our Android App from Play Store and Get Updated News Instantly.