Top Stories
  1. বাড়ি এলেও কথা বললেন না যোগীঃ মুখ্যমন্ত্রী এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ শহীদের স্ত্রী
  2. কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা 
  3. সাংসদ হিসাবে পাওয়া ৩ মাসের বেতন সেনা তহবিলে দান করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  4. চলে গেলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী
  5. বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের শিল্পপতিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।
  6. পথ দুর্ঘটনায় মৃত দুই
  7. যেকোনো মুহূর্তে ফের পুলওয়ামা হামলার মতো ঘটনা ঘটাতে পারে জইশ-ই-মহম্মদ
  8. ফের প্রমাণ দিল সেই কাশ্মীর,তবে নাশকতায় নয়,সেনাবাহিনীতে যোগ দিতে চেয়ে পরীক্ষা দিলেন ২৫০০ কাশ্মীরি যুবক।
  9. স্থায়ী ফুল বাজারের দাবি তুলল শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটি
  10. গুজবের জের। এক যুবককে গাছে বেধে মারধোর গ্রামবাসিদের
news-details
State

সুন্দরী হওয়ার স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে

 

নদিয়া, ০৬ ডিসেম্বর : নদিয়ার কল্যাণী থানার সুভাষপল্লিতে সুন্দরী হওয়ার স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মৃতের নাম সোমা মজুমদার(২২)। বছর সাতেক আগে কল্যাণীর সুভাষপল্লির বাসিন্দা বিশ্বজিৎ মজুমদারের সঙ্গে বিয়ে হয় ধানতলা থানার আড়ংঘাটা দোলতলাপাড়ার সোমা সরকারের। বিয়ের পর থেকেই ঝামেলা শুরু হয়। রোজ মদ খেয়ে সোমাকে মারধর করত বিশ্বজিৎ। এর পাশাপাশি সোমা সুন্দরী হওয়ায় সন্দেহের জেরে অত্যাচার আরও বেড়ে যাচ্ছিলো। সম্প্রতি এক খুড়তুতো বোনের বিয়েতে আড়ংঘাটা যায় সোমা। সেখান থেকে ফিরে আসার পর অশান্তি চরমে ওঠে।
মৃতার বাপের বাড়ির তরফে অভিযোগ, "সোমাকে শ্বাসরোধ করে খুনের পর ঝুলিয়ে দেয় বিশ্বজিৎ।" ওই ঘটনায় সোমার বাবা স্বামী বিশ্বজিত সহ শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের কল্যাণী থানায়। এরপর বুধবার রাতে অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

You can share this post!

Comments System WIDGET PACK

Download Our Android App from Play Store and Get Updated News Instantly.