গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব-বর্ধমান, ০৬ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ১নং ব্লকের জাহান্নানগর অঞ্চলের গোলার হাট গ্রামে একটি ডোবার পাশে দুটি চন্দ্র বোড়া সাপ দেখতে পায় গ্রামের বাসিন্দারা। ফলে গ্রামের মানুষরা খুব আতঙ্কিত হয়ে পড়ে।
জানা গেল, ওই সাপ দুটি ছিল ডোবার পাশে গর্তের মধ্যে এবং সাপ দুটিকে খুব নজরের মধ্যে রেখেছিল গ্রামের বাসিন্দারা। পরবর্তীতে গ্রামের বাসিন্দা অজিত চৌধুরী বনদপ্তরে খবর দেয়। এরপর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।