Breaking News

প্রেম প্রত্যাখ্যানের জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিক ছাত্রী

Image
 

কোচবিহার,তুফানগঞ্জঃ প্রেম প্রত্যাখ্যানের জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিক ছাত্রী। মৃত ছাত্রীর নাম টুম্পা দাস (১৭)। তদন্তে বক্সির হাট থানার  পুলিশ। জানাগেছে, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের উত্তর অন্দরান ফুলবাড়ি এলাকার কৃষিজীবী পরিবারের উচ্চমাধ্যমিক ছাত্রী টুম্পা দাস (১৭)। ২ নম্বর অন্দরান ফুলবাড়ি এলাকার এক যুবকের সাথে দীর্ঘ দিন থেকে প্রেম ভালোবাসা ছিল। তারপর প্রেমে প্রত্যাখান করে ওই যুবক। প্রত্যাখ্যানের জেরেই আত্মঘাতী হতে হল তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের উত্তর অন্দরানফুলবাড়ি এলাকার ছাত্রী টুম্পা দাস কে, অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার ভোর বেলায় বাড়ির পাশে একটি গাছের  ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছে পরিবার। ঘটনার অদন্ত শুরু করেছে পুলিশ। টুম্পার ঘর থেকে তার বই খাতা দেখে মৃত্যুর কারণ জানতে পারে পরিবার। দাদা অপূর্ব দাস জানান, অন্দরানফুলবাড়ি ২ নম্বর এলাকার বাসিন্দা সুদর্শন দাস এর সাথে প্রণয় সম্পর্ক ছিল টুম্পার। সুইসাইড নোট থেকে উঠে এসেছে এই তথ্য। এবং তাদের শারীরিক ও মানসিক সম্পর্ক ছিল। সেই সাথে বেশ কিছুদিন থেকেই এই প্রমে সম্পর্কে ভাটা পড়েছিল বলে এই ঘটনা বলে জানান টুম্পার দাদা অপূর্ব দাস। ঘটনার অভিযোগ দায়ের করেছে পরিবার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share With:


Leave a Comment

  

Other related news