Breaking News

পেঁয়াজের পর এবার আকাশছোঁয়া হতে চলেছে আলুর দাম, অকাল বৃষ্টির জেরে এমনটাই জানিয়েছে কৃষকমহল

Image
 

নিউজ ডেস্ক, শিলিগুড়ি বার্তা, ৪ জানুয়ারি: অকাল বৃষ্টিতে ফের ক্ষতির সম্ভাবনা আলু চাষে। বৃহস্পতিবার রাত থেকেই মুষলধারে টানা বৃষ্টিতে  পূর্ব বর্ধমানের অনেক আলুচাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। কৃষকদের আশঙ্কা এইভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আলু পচে যেতে পারে। এমনিতেই বুলবুলের কারণে দেরিতে চাষ হওয়ায় বাজারে এখনও সেভাবে নতুন আলুর দেখা নেই। ইতিমধ্যে পুরনো আলুর মজুতও শেষ। ফলে আলুর দাম ক্রমশ বেড়েই চলেছে। এরপর এই প্রতিকূল আবহাওয়ার ফলন মার খেলে  আলুর দামও পেঁয়াজের মতো আকাশছোঁয়া হয়ে দাঁড়াবে।বৃহস্পতিবার রাত থেকে পূর্ব বর্ধমানের প্রায় সর্বত্রই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। শোনা গেছে সেই বৃষ্টির জোরে কালনা, ভাতার, মন্তেশ্বর, পূর্বস্থলী, মেমারি, শক্তিগড়ের বেশীরভাগ জমিতেই জল দাঁড়িয়েছে। জমি যদি না শোকায় আর তার মধ্যেই যদি আবার বৃষ্টি হয় তাহলে জমিতে জল দাঁড়িয়ে আলু পচে যেতে পারে। এমনটাই আশঙ্কা করছেন রাজ্যের শষ্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কৃষি দফতর। খতির আশঙ্কা থাকছে শীতকালীন সবজিতেও।এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আলুর ফলন মার খাবে সাথে দামও বৃদ্ধি পাবে।সব জেরে এইসব আশঙ্কায় কৃষকদের মাথায় হাত। আলু চাষীরা জানান, প্রথমে জলের অভাবে আলুর চাষ শুরু করা যায়নি। বিকল্প সেচের মাধ্যমে চাষ করলেও বুলবুলে তা নষ্ট হয়ে যায়। চাষীরা আরও জানান চড়া দামে বীজ কিনে ধার দেনা করে চাষ করে এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। গতবার পূর্ব বর্ধমান জেলায় ৫২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। কৃষকরা বলছেন, এই বৃষ্টি না থামলে আলুর আর কিছুই অবশিষ্ট থাকবে না। সাথে পাশাপাশি খামখেয়ালি আবহাওয়ার জেরে শীতকালীন সবজিরও দাম বাড়তে পারে।

Share With:


Leave a Comment

  

Other related news