Breaking News

বাগুইআটি তে বাড়ির মালকিন কে বাথরুমে আটকে রেখে লুটপাট

Image
 

কলকাতা, ২৬শে মার্চ: বাগুইআটির পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ভর সন্ধ্যে বেলায় বাড়িতে ঢুকে এক ডাকাতির ঘটনা ঘটলো। 

 সন্ধেতে কাজ থেকে ফিরে বাজার করতে বেরিয়েছিলেন বাগুইআটির বাসিন্দা কার্তিক কুণ্ড। সেইসময় ঘরে একাই ছিলেন তাঁর স্ত্রী স্বপ্না কুণ্ডু। কার্তিকবাবু বেরিয়ে যাওয়ার বেশকিছু সময় পর কলিং বেল বাজে। স্বামী এসেছে ভেবে দরজা খোলেন স্বপ্নাদেবী। দরজা খুলতেই হেলমেট ও হাতে গ্লাভস পরা তিন দুষ্কৃতী ঢুকে পড়ে ঘরে। এরপর স্বপ্নাদেবীকে ঘরের নিচের তলার বাথরুমে আটকে রেখে গোটা ঘরে লুটপাট চালায়। আধ ঘণ্টার বেশি সময় ধরে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। কার্তিকবাবু ফিরে এসে দেখেন ঘর লন্ডভন্ড। এরপর বোঝা যায় দুষ্কৃতীরা প্রায় ১৫ থেকে ২০ ভরি সোনা নিয়ে গেছে। কয়েক হাজার টাকাও খোয়া গেছে বলে জানানো হয়। থানায় অভিযোগ দায়ের করেছে কুণ্ডু পরিবার। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।
 

Share With:


Leave a Comment

  

Other related news