গৌরনাথ চক্রবর্ত্তী,১০ ফেব্রুয়ারী : তৃতীয় টি-২০ ম্যাচে হ্যামিলটনে টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১২ রান করে।সেইফার্ড ২৫ বলে ৪৩ রান করেন।মুনরো ৪০ বলে ৭৫ রান করেন।
অধিনায়ক উইলিয়াম সন ২১ বলে ২৭ রান করেন।গ্রাণ্ডহোম ১৬ বলে ৩০ রান করেন।মিচেল ১৯ রানে অপরাজিত থাকেন।রস টেলর ১৪ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব ২ টি উইকেট নেন।ভুবনেশ্বর ও খালিল ১ টি করে উইকেট নেন।ভারতের ফিল্ডিং-এর মান খুবই খারাপ হয়। অনেক ক্যাচ মিস হয়েছে আজ।
এখন দেখা যাক, ভারত কি রকম ব্যাটিং করে।