Breaking News

চালু হচ্ছে আইপিএল-এ নতুন নিয়ম, এবার লোনে ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো

Image
 

 নিউজডেস্ক, শিলিগুড়ি বার্তা, ২০ ডিসেম্বর: এবার আইপিএল-এ চালু হচ্ছে নতুন এক নিয়ম।সূত্রের খবর থেকে জানা যায় যে, ২০২০ সালের আইপিএল-এর মাঝপথে এক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারকে লোনে নিতে পারবে অন্য ফ্র্যাঞ্চাইজি। ফুটবল ক্লাবগুলো যেমন লোনে ফুটবলারদের নিয়ে থাকে। তেমনি বিশ্বের সর্বত্রই এমন নিয়ম দেখতে পাওয়া যায়। ফ্র্যাঞ্চাইজিগুলো এবার আইপিএল-এর দৌলতে ক্রিকেটেও লোনে প্লেয়ার নিতে পারবে। জানা গেছে, টুর্নামেন্টের অর্ধেকটা অতিক্রান্ত হওয়ার পরে তবেই এই ট্রান্সফার সম্ভব হবে।দেশীয়-বিদেশীয় সবধরনের ক্রিকেটারকেই ট্রান্সফার করা সম্ভব হচ্ছে লোনে। গত বছরেও প্রচলিত ছিল লোনে ক্রিকেটার ট্রান্সফারের নিয়ম। তবে তা শুধু ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। অবশ্য গতবার  সেই ট্রান্সফারের কোন সুবিধা দলই নেয়নি। শোনা যাচ্ছে নতুন বছরের আইপিএল-এ এই সুযোগের সদ্ব্যবহার করবে সব ফ্র্যাঞ্চাইজিই । টুর্নামেন্টের মাঝামাঝি দুটো ম্যাচের বেশি খেলেননি এমন ক্রিকেটার চাইলে তাদের লোনে নিতে পারেন অন্য দল।

Share With:


Leave a Comment

  

Other related news