অবস্থান বিক্ষোভ না তোলায় শিলিগুড়িতে গ্রেফতার প্রায় ৩০-৩৫ জন বৃত্তিমূলক শিক্ষক

উজ্জল রায়,শিলিগুড়ি ০৭ই আগস্ট:মঙ্গলবার বেতন সহ বিভিন্ন দাবিতে বৃত্তিমূলক শিক্ষকদের উত্তরকন্যা অভিযান এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে সেই আন্দোলন করতে না দেওয়ায় শুরু হয় উভয় পক্ষের ধস্তাধস্তি।তাদের আটকে দেওয়া হয় শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে।আজ তারা নৌকাঘাট মোড়ে অবস্থান বিক্ষোভের জন্য ধর্না মঞ্চ তৈরি করার অনুমতি চেয়ে ছিলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে।
পুলিশ তাদের অনুমতি না দেওয়ায় সেখান থেকে উঠে যাওয়ার অনুরোধ জানায়।এরপর অবস্থান-বিক্ষোভ না তুললে পুলিশ তাদের প্রায় ৩০থেকে ৩৫ জন শিক্ষককে এরেস্ট করে।
Leave a Comment