Breaking News

উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক সারলেন রাজ্যের শিক্ষামন্ত্রী 

Image
 

নিজস্ব সংবাদদাতা,২৪ ফেব্রুয়ারি:উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক সারলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।দীর্ঘক্ষণ উত্তরকন্যায় বৈঠক সারেন তিনি।

বিশ্ববিদ্যালয় সহ কলেজের নানান সমস্যা নিয়ে আলোচনা করেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রতিটি কলেজের অধ্যক্ষদের সাথে কথা হয়েছে।তাদের কি কি সমস্যা রয়েছে তা শুনলাম।বিশ্ববিদ্যালয়েরও সুবিধা অসুবিধার কথা শুনলাম।তবে সকলকে বলেছি অতিরিক্ত পড়ুয়া ভর্তি করাতে না।অন্য অনেক কলেজ আছে সেখানে যাতে পাঠিয়ে দেওয়া হয়।এছাড়া অতিথি অধ্যাপকদের বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য যারা বলছে বেতন পাননি সেটা ঠিক নয় কারণ তাদের কলেজ রেখেছে কলেজ বেতন দেবে।আমরা দেখছি যারা অধ্যাপনা করাচ্ছে তাদের অনেকের ৫৫% নম্বর নেই অনেকে আবার ব্যাঙ্কের নথিপত্র ঠিকঠাক দেয়নি।পাশাপাশি উপাচার্যদের বিষয়ে বলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি করা হয়েছে।দ্রুত উপাচার্য নিয়োগ করা হবে।এছাড়া যেসব কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে সেই সব কলেজেই স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।এদিন তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

Share With:


Leave a Comment

  

Other related news