news-details
Siliguri

ধীরে ধীরে সেরে উঠছে প্রাণঘাতী ওজোন হোল

 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক,০৮ নভেম্বর: যদিও ক্রমাগত পরিবেশ দূষণের নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তবে ঠিক এমন পরিস্থিতিতেই রাষ্ট্রসংঘের কাছ থেকে মিলছে অন্য খবর। জানা গেছে যে দূষণের ফলে ওজন লেয়ারে যে গর্ত তৈরি হয়েছিল তা ক্রমশ মিলিয়ে যাচ্ছে।ওজোন লেয়ারের এই পাতলা স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি গুলোকে প্রতিরোধ করে একথা কারোরই অজানা নয়। 

 দক্ষিণ মেরুর আকাশের এই স্তরে বড় ফুটোর সৃষ্টি হয়েছে। তবে সময়ের আগে সতর্কতা হওয়াতে ধীরে ধীরে সারতে চলেছে ওজোন স্তরের এই ক্ষত।

You can share this post!

Comments System WIDGET PACK