Breaking News

এবছর এপ্রিলের শেষে হতে পারে শিলিগুড়ি পুরনির্বাচন 

Image
 

ভাস্কর বাগচী,শিলিগুড়ি,১৪ জানুয়ারি: এপ্রিলের শেষে হতে পারে শিলিগুড়ি পুর নির্বাচন। এমনই ইঙ্গিত মিলেছে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের কথায়। তবে এপ্রিলের শেষে না হয়ে মে মাসেও হতে পারে নির্বাচন বলে সূত্রের খবর। এ রাজ্যের যে ক’টি নির্বাচন হওয়ার কথা, সবগুলিকে একসঙ্গে করতে চায় রাজ্য। সে কারণে শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ শেষ হওয়ার পর এপ্রিল-মে মাসে নির্বাচন করে ফেলা হতে পারে। যদিও দার্জিলিংয়ের জেলাশাসক দীপাপ্রিয়া পি কিংবা মহকুমাশাসক সুমন্ত সহায় কেউই এ ব্যাপারে কোন সরকারি নির্দেশ আসেনি বলে জানিয়েছেন। তবে মন্ত্রী গৌতম দেব বলেন, “আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। এখনও পর্যন্ত এমনটাই ঠিক রয়েছে বলে জানি। শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মার্চ। নিয়মমতো এক মাসের মধ্যেই নির্বাচন সেরে ফেলার কথা। এপ্রিলের শেষে নির্বাচন হলে সেই নিয়মে কোনওরকম বিঘ্ন ঘটবে না।

Share With:


Leave a Comment

  

Other related news