Breaking News

শালুগাড়া ফরেস্ট রেঞ্জ অফিসারের সেবায় নবজীবন ফিরে পেল শকুন

Image
 

 

 

ভাস্কর বাগচী,শিলিগুড়ি,২২ মার্চ:নিজের কর্তব্যের এক অনন্য নিদর্শন স্থাপন করলেন শিলিগুড়ি শালুগাড়া ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার চৌধুরী।


সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, প্রতিদিনের মতো তিনি আজও  স্টাফদের নিয়ে ডিউটি করতে যান। তিনি লক্ষীজোত তিস্তা ক্যানেলের সামনে থেকে একটি অসুস্থ শকুনকে উদ্ধার করে ফরেস্ট অফিসে নিয়ে আসেন।এরপর দীর্ঘ সেবা শুশ্রূষা করে শকুনটিকে সুস্থ করেন।  শকুনটি সুস্থ হয়ে উড়ে যায় নিজের ঠিকানায়।তার কর্তব্য ও কর্মের প্রতি দায়বদ্ধতাকে কুর্নিশ জানায় শিলিগুড়ি বার্তা।

Share With:


Leave a Comment

  

Other related news