news-details
Siliguri

সবুজায়ন ও পরিবেশের￰ উপর শারদ সম্মান প্রদান 

 


শিলিগুড়ি, ০৯ অক্টোবর : আজ শিলিগুড়ির হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এদিনের এই বৈঠকে ঘোষণা হয় শারদ সম্মান প্রদান  করা হবে। পরবর্তীতে সংস্থার পক্ষ থেকে নান্টু পাল জানান যে, এবছর সবুজায়ন ও পরিবেশ উপর ভিত্তি করে শারদ  সম্মান প্রদান করা হবে। এছাড়া তিনি জানান সারা দেশে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে খুব দ্রুত প্রদূষণ ছড়াচ্ছে। তাই এটাকে মাথায় রেখে লোকেদের ঘর বাড়িতে  বৃক্ষ রোপনের অনুরোধ করা হয়। এর পাশাপাশি তিনি আরো জানান  দূষণ রুখতে এই বার শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি পক্ষ থেকে পূজা প্যান্ডেলে বেশি মাত্রায় গাছ লাগানো অনুরোধ করা হচ্ছে।  তাই এবারে পূজা পরিক্রমার বিভিন্ন চরণে পেন্ডেলগুলি টি সবুজায়ন উপরে কি কাছ হয়েছে ইটা বিশেষ ভাবে লক্ষ করা হবে  নান্টু পাল জানান সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দেখা যায় শিলিগুড়ি শহরে সব থেকে দ্রুত হারে ঘর বাড়ি তৈরি হচ্ছে এবং বাড়ি ঘর তৈরি করতে ব্যাপক হারে গাছ পালা নষ্ট হচ্ছে। স্বাভাবিক আমাদের সবুজায়ন দিকে এগোতে হবে। (এনএ )

You can share this post!

Comments System WIDGET PACK