Breaking News

ভারতের প্রধানমন্ত্রীর আবেদন জনতা কারফিউ...সাড়া দিল শহরবাসী, স্তব্ধ রাস্তাঘাট, বন্ধ দোকানপাট,গৃহবন্দী মানুষজন,এযেন এক অন্য শিলিগুড়ি

Image
 

 

 

ভাস্কর বাগচী,শিলিগুড়ি,২২ মার্চ:করোনা ভাইরাসের ভয়াবহ গ্রাসে সারা বিশ্বজুড়ে মৃত্যু মিছিল অব্যাহত।দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭,ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।এই সংকটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি জনতা কারফিউ এর ডাক দিয়েছেন।সারা দেশের সাথে সাথে শিলিগুড়ি শহরেও ধরা পড়ল এক অন্য চিত্র।ব্যস্ততম শিলিগুড়ি শহর আজ শান্ত।নেই রাস্তায় লোকজন,নেই যানচলাচল।শহরবাসী আজ ঘরের ভেতরে বন্দী।

করোনা ভাইরাসের বিরুদ্ধে সারাদেশের সাথে সাথে প্রধানমন্ত্রীর আবেদনে স্বতঃস্ফূর্ত ভাবে শিলিগুড়িবাসী আজ জনতা কারফিউ মাথা পেতে গ্রহণ করেছেন।রাজনীতি ভুলে দলমত নির্বিশেষে আজ শহরবাসী করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন।আজ শহর চুপ।এযেন এক অন্য শিলিগুড়ি।

Share With:


Leave a Comment

  

Other related news