Breaking News

পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে দুস্থদের খিচুড়ি বিতরণ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে

Image
 

 নিজস্ব সংবাদদাতা,১৪ জানুয়ারি:পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিধান রোড ব্যবসায়ী সমিতি এবং ঘোষ বিল্ডিং ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে প্রতিবারের ন্যায় এবছরেও দরিদ্র নারায়ণ সেবা করানো হয়। 

মঙ্গলবার শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় দেড় হাজারের মতো দরিদ্রদের খিচুড়ি বিতরণ করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাবলু তালুকদার এবং পুরনগর অন্তর্গত ১২ নং ওয়ার্ড কাউন্সিলর নান্টু পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন,"শুধু এবছরই নয়, বিগত কয়েক বছর ধরেই দুঃস্থ দের খিচুড়ি বিতরণ করা হয়। তবে ভবিষ্যতে সুযোগ পেলে আরও অনেক সমাজকল্যাণ মূলক কাজের পরিকল্পনা রয়েছে। আশা করি সফল হবে সেই পরিকল্পনা। 

Share With:


Leave a Comment

  

Other related news