Breaking News

প্রয়াত শ্রদ্ধেয় শঙ্কর চক্রবর্তীর স্মরণে স্মরণসভা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের দার্জিলিং জেলা কমিটির

Image
 

শিলিগুড়ি, ২২শে মার্চ: প্রয়াত বিজ্ঞানী শ্রী শঙ্কর চক্রবর্তীর প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের দার্জিলিং জেলা কমিটির তরফে এক স্মরণ সভার আয়োজন করা হয় রামকিঙ্কর হল, দীনবন্ধু মঞ্চে।

প্রয়াত বিজ্ঞানীর সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান ও কুসংস্কার, অপবিজ্ঞান বিরোধী প্রচার ও আন্দোলনে বিশেষ ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানানো হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে।।

Share With:


Leave a Comment

  

Other related news