শিলিগুড়ি, ০১ ফেব্রুয়ারি: ভারতের ছাত্র ফেডারেশন, ডাবগ্রাম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে হায়দার পাড়া বুদ্ধভারতী উচ্চবিদ্যালয় এ ছাত্রছাত্রীদের মিড-ডে-মিল পরিষেবা বন্ধ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ৬০ টাকা নেওয়া সহ ৬ দফা দাবিতে আজ প্রধান শিক্ষকের কাছে একটি স্মারক লিপি দেওয়া হয়।
উপরিউক্ত দাবি গুলি পরিপুর্ণ না হলে, ভারতের ছাত্র ফেডারেশন, ডাবগ্রাম লোকাল কমিটি বৃহত্তর আন্দোলন এ নামতে বাধ্য হবে।
উপস্থিত ছিলেন লোকাল সম্পাদক গোপাল পাল, লোকাল সভাপতি রৌম্যজিৎ পাল , জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও সদস্যা তন্ময় চন্দ ও ঋতুপর্ণা ঘোষ ও অন্যান্য স্থানীয় নেতৃত্ব।