news-details
Siliguri

শিলিগুড়িতে শুরু হয়েছে মা কালির প্রতিমা বিসর্জন 

 


শিলিগুড়ি, ০৮ নভেম্বর: মায়ের আরাধনার পর এই বার বিসর্জনের পালা, না  চাইলেও মা কে বিদায় দিতে হবে। 


বৃহস্পতিবার শিলিগুড়ি শহর ও আশেপাশের এলাকায় পুরো শ্রদ্ধার সঙ্গে কালী প্রতিমাকে বিসর্জন দেওয়া হলো। আজ কিছু কিছু ক্লাবের সাথে সাথে বেশিরভাগ ঘড়োয়া পুজোগুলির প্রতিমাও বিসর্জন করা হলো। প্রতিমা বিসর্জন কে কেন্দ্র করা মহানন্দা নদী এবং তার আসে পাশে সুরক্ষা ব্যবস্থা চোখে পড়ার মতন ছিল। আজ গোটা রাত চলবে প্রতিমা বিসর্জনের কাজ। অবশ্য বড়ো বড়ো পূজা ক্লাবগুলি আগামী কাল ও পরের দিন প্রতিমা বিসর্জন করবে। (এন এ)

You can share this post!

Comments System WIDGET PACK