উত্তর ২৪ পরগনা,১০ই ফেব্রুয়ারি:উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় এক মাসের মধ্যে দ্বিতীয় বার তাজা বোমা উদ্ধার করল পুলিশ। দেগঙ্গার নুরনগর এলাকা থেকে ৮০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। লোক সভানির্বাচনের প্রাক্কালে ধাপে ধাপে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারন মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, আজ দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি বিল এলাকায় একটি পরিত্যক্ত পাঁচিল ঘেরা এলাকায় তিনটি ড্রাম দেখতে পায়। বাসীন্দারা তিনটি ড্রামের কাছে গিয়ে দেখেন ড্রাম তিনটির মধ্যে বোমাগুলি রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। দেগঙ্গা থানার পুলিশ সেখান থেকে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তাজা বোমা উদ্ধার হয়। দিন পনেরো আগেও এখান থেকে পঞ্চাশটি তাজা বোমা উদ্ধার হয়েছিল তার পর আজ আবারও তিন ড্যাম তাজা বোমা উদ্ধার আজ চাষিরা মাঠে কাজ করতে আসার সময় তাদের নজরে আসে তারাই পুলিশকে খবর দিলে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করে এলাকায় সাধারণ মানুষের দাবি বারংবার এখানে কারা বোমা গুলি এখনে আনছে বা বাঁধছে সেই প্রশ্ন এলাকার সাধারণ মানুষেরপুলিশ সূত্রে খবর, তিনটি ড্রামে প্রায় ৮০টি তাজা বোমা ছিল। কে বা কারা কী উদ্দেশ্যে ওখানে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, মাসখানেক আগে দেগঙ্গার কালিয়ানি গ্রামে প্রায় ৫০টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনাতেও বোমাগুলি ড্রামের মধ্যে রাখা ছিল। দেগঙ্গায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই এই ধরনের ঘটনা বার বার ঘটছে। যদিও নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে চায়নি দেগঙ্গা থানার পুলিশ। তাঁদের বক্তব্য, সমাজবিরোধী কার্যকলাপ রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।