বিধাননগরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,১২ই ফেব্রুয়ারি:
মঙ্গলবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের জয়েন্তিকা চা বাগানে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, যে এদিন স্থানীয়রা প্রথমে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তরীঘরী খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে,পুলিশ সূত্রে জানা গিয়েছে কি ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। ওই ব্যক্তির নাম পরিচিয় জানা চেষ্টা শুরু করছে বিধাননগর থানার পুলিশ।
Comments System WIDGET PACK