জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর : জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় এক পথচারিকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে বাস। আহত বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাবার পথে পান্ডাপাড়া কালিবাড়ি এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বেসরকারি বাস পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়, তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পড়ে ছেড়ে দেওয়া হয়।
Comments System WIDGET PACK