Breaking News

কার্শিয়াংয়ে হোটেলে উদ্ধার গিটারিস্টের দেহ

Image
 

নিজস্ব সংবাদদাতা,১৫ ফেব্রুয়ারি:কার্শিয়াংয়ের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে পরিক্রমা ব্যান্ডের লিড গিটারিস্ট সোনুম শেরপার দেহ। শুক্রবার দুপুরে তাঁর ঘরের বাথরুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ৪৮ বছরের সোনুম স্থানীয় একটি ফিল্মের সঙ্গীত পরিচালনা করতেই কার্শিয়াংয়ে এসেছিলেন। শুক্রবারই তাঁর দিল্লি ফেরার কথা ছিল। গত ১২ দিন ধরেই তিনি ওই হোটেলে ছিলেন। তাঁর বাড়ি কার্শিয়ংয়ে হলেও এখন তিনি থাকতেন দিল্লিতে। সেখানে তাঁর তৈরি স্কুল রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন দাস জানান, সোনুমের দেহ ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। সোনুম সিএনবিসির ইয়ং টার্কসে অংশ নেন। বিলসিস তাঁর ব্যান্ডের ওপর তথ্যচিত্রও তৈরি করেছিল।

Share With:


Leave a Comment

  

Other related news