Breaking News

পরিবার ছেড়ে বহু দূরে সীমান্ত প্রহরায় থাকা ভাইদের ফোটা দিল বালুরঘাটের বেশ কিছু বোন

Image
 

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট,২৯শে অক্টোবর:এদিন বালুরঘাট শহরের কয়েকজন নৃত্যশিল্পী বালুরঘাটের অদূরে ভারত বাংলাদেশের ডাঙ্গী সীমান্তে ভাইফোঁটা দেয় সীমান্ত প্রহরায় থাকা বিএসএফ জওয়ানদের। ভাইফোঁটা উপলক্ষে এদিন সীমান্তে থাকা জওয়ানদের ভাই বোনের এই আনন্দ উৎসবে মাততে দেখা যায়। চলে মিষ্টিমুখ ও উপহার দেওয়ার পালা।বালুরঘাটের নৃত্যশিল্পী জানান, বোনেরা ভাইদের ফোটা দিয়ে যেমন দীর্ঘায়ু কামনা করে ঠিক তেমনি ভাইয়েরাও বোনেদের বিপদ থেকে রক্ষা করে। সীমান্তে প্রহরায় জ‌ওয়ানরা একইভাবে আমাদের রক্ষা করে চলেছে। তাই পরিবার থেকে দূরে থাকা জওয়ানদের আজ আমরা ভাই ফোঁটা দিলাম।

Share With:


Leave a Comment

  

Other related news