news-details
North Bengal

ভাইফোঁটা উৎসবের প্রতিক্ষায় থাকেন জলপাইগুড়ি তিস্তা পাড়ের কোরক হোমের শিশু কিশোরেরা

জলপাইগুড়ি, ৮ নভেম্বর: ভাইফোঁটা উৎসবের জন্য বছর ভর প্রতিক্ষায় থাকেন জলপাইগুড়ি তিস্তা পাড়ের কোরক হোমের শিশু কিশোরেরা। ১৬ বছর ধরে এই সরকারী হোমের আবাসিকদের জন্য ভাইফোঁটার আয়োজন করছে জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন। 

হোম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হোমের নিজস্ব হল ঘরেই ভাইফোঁটার আসর বসবে। সকাল থেকেই হোমের আবাসিকেরা ব্যস্ত রং তুলি নিয়ে কার্ড বানাতে, নিজেদের হাতে আঁকা ছবির এই কার্ড বোনদের হাতে তুলে দেবেন তাঁরা। অসমের জোরহাট থেকে ছোটো বেলায় হারিয়ে গিয়েছিলেন পাপু সাহা।


এই হোমে আট বছর ধরে ভাইফোঁটা নিচ্ছেন পাপু। তিনি বলেন, '' বাড়িতে দিদির হাতে ফোঁটা নেওয়ার তো কোনো সুযোগ নেই। এই হোমে ফোঁটা নিতে পেরে সত্যিই খুব ভালো লাগে। সারা বছর ধরে অপেক্ষায় থাকি কবে আসবে ভাইফোঁটার এই দিনটি" কানাই সাহা গুপ্ত, অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বাংলাদেশের রাইহান হুসেন, খালেক আলি, বিপ্লব রায় সহ প্রায় ১৫০ জন আবাসিক ভাইদের কপালে ফোঁটা দেবেন হোম লাগোয়া পাড়ার বোন ও দিদিরা।  (এন এ )

You can share this post!

Comments System WIDGET PACK