Top Stories
  1. বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষিতা কিশোরী!
  2. 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' দেবের এমনটাই অবস্থা'র কথা জানালেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি!
  3. লোকসভা ভোটের আগে জয়নগরে তৃণমুলের বিপর্যয়, রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান!
  4. রাত পোহালেই তৃতীয় দফা ভোট, কর্মীদের ব্যস্ততা তুঙ্গে
  5.  চুরির দায়ে শ্রীঘরে  ভুয়া সন্ন্যাসী।  
  6. সম্পত্তি বিবাদ, মাকে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে ফেরার ছেলে, গ্রেপ্তার পুত্রবধু
  7. গন্ডারের খড়্গ  নয় পায়ের হাড়  পাচার করতে গিয়ে গ্রেপ্তার ২ যুবক
  8. গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের, গুরুতর আহত ১!
  9. তৃণমূলের যুবরাজের  হেলিপ্যাড নামাতে নিধন প্রাচীন অশ্বত্থ গাছ ! সিভিজিলে অভিযোগ সিপিআইএমের। 
  10. পরিবহন দপ্তরের কর্মীদের কীর্তিকলাপ,অফিসে বসেই দেদার মদ্যপান, ভাইরাল ভিডিও
news-details
Nation

রাজস্থানে সোয়াইন ফ্লুতে মৃত ১০০, গত ৪৮ ঘন্টায় মারা গেছেন ৯ জন

 

নিজস্ব সংবাদদাতা,১০ ফেব্রুয়ারি:সোয়াইন ফ্লুর কারনে রাজস্থানে আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ এবং গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৯ জন। রাজস্থানে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে নিহত হয়েছে ১০০ জন।

 সতর্কতা জারি করা হয়েছে গোটা রাজ্যে। রাজস্থানের স্বাস্থ্য দপ্তর এ ভাইরাসের সঙ্গে লড়াই করতে উঠেপড়ে লেগেছে। প্রসঙ্গত, সোয়াইন ফ্লু রাজস্থানের জন্য অন্যতম বড় সমস্যা বেশ কয়েক বছর ধরেই। গোটা দেশের মোট সোয়াইন ফ্লু আক্রমণের ৭০ শতাংশের শিকার হয়েছে রাজস্থানের মানুষ। সরকারি তথ্য অনুযায়ী সারা দেশে ২২৫ জন মারা গেছে সোয়াইন ফ্লুতে, যার মধ্যে ১০০ জন হলো রাজস্থানের।

গত বছর রাজস্থানে মোট ১ হাজার ৮৮ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে বেশির ভাগেরই শুরু হয়েছিল সাধারণ জ্বর ও সর্দিকাশি থেকে।

চিকিৎসকেরা মনে করছেন এবছর এই ভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে, এর পিছনে দায়ী শুকনো কনকনে হাড়কাঁপানো ঠান্ডা। এছাড়া ঝড়ো বাতাস ও বৃষ্টির ফলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেড়ে উঠছে সহজে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা বলেন, এ ভাইরাসের প্রকোপ কমাতে গোটা রাজ্যেই কড়া ব্যবস্থা নিচ্ছে রাজস্থান সরকার ও স্বাস্থ্য দপ্তর। তার মধ্যে জনবসতিপূর্ণ অঞ্চলে স্ক্রিনিং করাও শুরু হয়েছে। তিনি বলেন, ‘রাজস্থানের জনসংখ্যা সাত কোটি। আর আমরা স্ক্রিনিং করেছি এক কোটি মানুষকে। এ প্রক্রিয়া এখন চলতে থাকবে। এছাড়া বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের মতো জায়গায়ও উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার।'

You can share this post!

Comments System WIDGET PACK

Download Our Android App from Play Store and Get Updated News Instantly.