Breaking News

দ্রুতগতিতে ছুটে চলা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত দুই সাংবাদিক, পরিবারের দাবি খুন

Image
 

ভোজপুর, ২৬শে মার্চ: গতকাল রাতে গারহানি থানার অন্তর্গত আরা-সাসারাম হাইওয়ে তে দ্রুতগতি তে চলা এসইউভির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নবীন নিশ্চল এবং তার সহযোগী বিজয় সিং। দুজনে একটি হিন্দি দৈনিক দৈনিক ভাস্কর এ কর্মরত ছিলেন। 

অভিযোগ গাড়িটি চালাচ্ছিলেন গ্রাম প্রধান শাহিদা পারভীনের স্বামী মহম্মদ হারসু। মৃত সাংবাদিকের ভাই গারহানি থানায় খুনের অভিযোগ দায়ের করেন মহম্মদ হারসু, তার ছেলে ও অন্যান্য দের বিরুদ্ধে। গ্রামবাসীদের থেকে জানা গেছে দিন কয়েক আগেই অভিযুক্ত হারসুর সাথে মৃত নিশ্চলের উত্তপ্ত বাদানুবাদ হয়। তারা এও জানান, " এই ঘটনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়েছে যেখানে খুন করে ঘটনা টিকে দুর্ঘটনার রূপ দেয়ার চেষ্টা করা হয়েছে। জানা যায় নিশ্চল ও সিং গ্রামে ফিরছিলেন এবং সেই সময় হারসু ও তার দলবল এই কান্ড ঘটিয়ে পালায়। পরে গাড়িটিকে আগুনে জ্বালিয়ে দেয়া হয় যাতে সমস্ত তথ্য প্রমাণ মুছে দেয়া যায়। 

স্থানীয় বাসিন্দারা দেহ দুটি নিয়ে প্রতিবাদ মিছিল করে অভিযুক্ত দের গ্রেফতারের দাবি জানায়। পুলিশ জানায় ৬জনের বিরুদ্ধে FIR রজু করে গ্রেফতারের জন্য হানাও দেয়।

Share With:


Leave a Comment

  

Other related news