Breaking News

বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, খুশি ও গর্বের আবহাওয়া বাংলা সহ দেশ জুড়ে।

Image
 

নিউজডেস্ক , শিলিগুড়ি বার্তা, ১৪ই অক্টোবর : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক দলকে সাফল্যের শিখরে নিয়ে যান তিনি। বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে মনোয়ন জমা দেওয়ার পর সর্বসম্মতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ গাঙ্গুলী। চারিদিক থেকে আসছে অভিনন্দন নতুন সভাপতির জন্য। বিজেপি সভাপতি দিলীপ ঘোষও বলেছেন যে আমি সৌরভকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম, অধিনায়ক হিসেবে তার দাদাগিরি আমরা দেখেছি এবার বোর্ড সভাপতি হিসেবেও তার দাদাগিরি দেখব। সিবিএ পরিচালনায় যেমন দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি , তেমনি বিসিসিআই পরিচালনাযও নিজের দক্ষতার প্রদর্শন করবেন বলে সবাই মনে করছেন

Share With:


Leave a Comment

  

Other related news