Breaking News

কাশ্মীরে সেনা শিবিরে আছড়ে পড়ল তুষার ঝড়, নিখোঁজ বেশ কয়েকজন জওয়ান।

Image
 

নিউজডেস্ক,০৪ ডিসেম্বর :  চোখ খুলতেই ভয়ানক তুষারঝড়। কাশ্মীরে দুটি এলাকায় তুষারঝরে আক্রান্ত ভারতীয় সেনার দুটি শিবির। মঙ্গলবার রাতে কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরে আছড়ে পড়ে তুষার ঝড়। ঝড়ের পাশাপাশি ধস নামারও প্রবণতা দেখা যায়। এখনও অবধি একজন জওয়ানের শহীদ হওয়ার খবর পাওয়া গেছে। তুষার ঝরে চাপা পরে যায় বেশ কিছু জওয়ান তাদের উদ্ধারের জন্য খবর থেকে শীঘ্রই লোক পাঠানো হয়। এখনও অবধি ৩ জন জওয়ান নিখোঁজ রয়েছে।  একই সঙ্গে বন্দিপোরা এলাকায়ও হয় তুষারঝর ও সেখানেও ধস পড়ার আশঙ্কা দেখা দেয়। সেখানেও উদ্ধারকারী দল কাজ শুরু করেছে । এর আগেও এমন ঘটনায় ৩০ নভেম্বর একই ধরনের ঘটনায় প্রাণ যায় দুজন সেনা জওয়ানের।

Share With:


Leave a Comment

  

Other related news