শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক, ১৯ জানুয়ারি: আজ ১৯শে জানুয়ারি! একদিনে যেমন পুরো রাজ্য জমায়েত হয়েছে ব্রিগেড সমাবেশে অন্যদিকে গোটা টলিউড মেতে উঠেছে বাংলার গর্ব সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্মদিনে।
হ্যাঁ, আজ টলিউডের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্মদিন। আজ তিনি পা রাখলো ৮৩ বছর বয়সে। তিনি এমন এক অভিনেতা যিনি শুধু বাংলা ইন্ডাস্ট্রির আগের অভিনেতাদের সাথে অভিনয় করেছেন তাই নয়, এখনকার যুগের সব অভিনেতাদের সাথেও পাল্লা দিয়েও তিনি অভিনয় করছেন। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে অন্যতম 'অপুর সংসার' যার জন্য তিনি বাংলা চলচ্চিত্র জগতে সারা জীবন থেকে যাবেন। এমন এক মহান অভিনেতাকে তার জন্মদিনে শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।