শিলিগুড়ি, ২৪ মে: শিলিগুড়ির এসবিআই এর এস.সি এস.টি ও ও.বি.সি কর্মী সংগঠন জোনাল কমিটি এবার ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথম একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয়েছে ২৬ মে,২০১৮ । উক্ত অনুষ্ঠানটি ডঃ বি.আর. আম্বেদকরের ওপর অনুষ্ঠিত হবে । এই অনুষ্ঠানে শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষা সংগঠন থেকে নানান অধ্যাপকরা আসবেন। এছাড়া সারা ভারতবর্ষ থেকেও প্রতিনিধিরা আসবেন শিলিগুড়িতে বলে জানানো হয়েছে। এ অনুষ্ঠানে ভারতবর্ষের অর্থনীতির সম্পর্কে আলোচনা করা হবে । উক্ত অনুষ্ঠানে শিলিগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন দুস্থ শিশুদের স্কুলব্যাগ ও পড়াশোনার জন্য সহায়ক কিছু সামগ্রী প্রদান করা হবে।
Comments System WIDGET PACK