নাথুলা: শুরু হলো ভারত-চীন সীমান্ত বাণিজ্য ২০১৮। নাথুলা সীমান্তের( ১৪৫০০ ফুট) মাধ্যমে শুরু হতে চলেছে এই বাণিজ্য। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের (টিএআর) এবং সিকিম সরকারের কর্মকর্তার উপস্থিতিতে শিল্প ও বাণিজ্য বিভাগে এই বাণিজ্যের শুরু হয় আজ।
১৯৬২ সালের ভারত-চীনে যুদ্ধের পর , ২০০৬ সালে পুনরায় এই বাণিজ্য চালু করা হয়েছিল। সূত্রের খবর, আগামী মঙ্গলবার থেকে বাণিজ্য সম্পূর্ণরূপে শুরু করা হবে।।